ছদ্মনামে ঃ কবি শতদল
ধব্ ধব্
সাদা বক
সরু ঠোঁটে
করে ফক্ ফক্ ৷
লম্বা পায়ে
হেঁটে যায়
থপ্ থপ্ ৷
ক্ষিধে পেলে
মাথায় বুদ্ধি খেলে
ঢুকে পরে
ক্ষেত খামারে
পোকা ধরে
খেয়ে নেয়
কপ্ কপ্ ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ
১৫ই ফেব্রুয়ারী, ২০১৮