ছদ্মনামে  ঃ  কবি  শতদল
  
আজ  পুর্ণিমা  রাতে
ওগো  বাগানের  অতসী
তুমি  যদি  হও  রূপসী
তবে  সুন্দরী  কে  বেশী  ?
তুমি
না  আকাশের  পূর্ণশশী  ?
এখনই   বলো
আর  থেকো  না
তুমি    তফাতে
শশী  বিদায়  নেবে  
সেই   প্রাতে
তখন  তো
তুলনা  হবে  না  গো
তোমাতে  একাতে  ৷



ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ  ভারত
           ২রা   জুলাই,  ২০১৭