ছদ্মনামে ঃ কবি শতদল
পাপড়ির ইচ্ছে
খেতে রাবড়ি
আর সাথে
শোন পাপড়ি ৷
তার ইচ্ছে পুরনে
আনা হলো রাবড়ি
পুরোপুরি এক ডাবড়ি ৷
এবার বরকে
বলে পাপড়ি
কি খেলাম মাইরি
রাবড়ি আর শোনপাপড়ি ৷
খানিক পরে শুরু হলো
পাপড়ির পেট গুড়গুড়ি
আর পাপড়ি
বকছে আন তাবড়ি
আর থাকতে
পারছে না পাপড়ি
বিছানায় দিচ্ছে হামাগুড়ি
বর দিচ্ছে
তার পিঠ চাপড়ি
পাপড়ি কাঁদছে
বলছে উ মাঃ
বাপ্ গো বাপড়ি ৷
বর তাকে বকে
আরও খাও রাবড়ি
দেখাও না বাহাদুরি ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
৮ই জুন , 2018