ছদ্মনামে ঃ কবি শতদল
তোর সাথে
খেলবো বলে
এসেছি রে
জুঁই
আমায় দেখে
লুকিয়ে গেলি
কোথায় রে
তুই ?
এখন কেবল
খুঁজে বেড়াই তোকে
আনাচ কানাচ আর
বিদেশ বিভুঁই ৷
বলনা ছুঁরি
আমি তোকে
কোথায় রে
খুঁজে মরি ?
এ কেমন তোর
ছল চাতুরি ?
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২৬শে মে, ২০১৮