ছদ্মনামে ঃ কবি শতদল
হাল্কা পল্কা
চেহারার মেয়েটা
তার সাথে দেখা হয়েছিল
অনেকদিন আগে
নাম তার মনে পড়ে
হাল্কা হাল্কা
কি যেন নামটা ?
মনে পড়েছে, ও অল্ কা ৷
ভীষণ মিষ্টি স্বভাবের
মেয়েটা - সে স্বাবালিকা
বড় লোকের মেয়ে সে
নেই তার অহমিকা
কবেই ছেড়েছে সে এই এলাকা
আজ তার নিবাস - কালকা ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২৪শে মে, ২০১৮