ছদ্মনামে ঃ কবি শতদল
ডাকে কুহু
ডাকে কেকা
মগ ডালেতে বসে দেখো
ঘুঘু পাখি একা একা ৷
হাঁস ডাকে
প্যাঁক প্যাঁক
শিয়াল ডাকে
খ্যাঁক খ্যাঁক ৷
গোরু ডাকে
হাম্বা হাম্বা
হনুমানের লেজ ঝোলে
লম্বা লম্বা ৷
হাতির আছে শূর
সিংহের কেশর
ভোর রাতেতে
প্যাঁচা ডাকে খ্যাঁচর খ্যাঁচর ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১৩ ই ফেব্রুয়ারী, ২০১৮