ছদ্মনামে  ঃ  কবি  শতদল
এ  ধরা
অধরা
দিগন্ত  থেকে দিগন্তে
ছুটে  যাই  মোরা  ৷
তবুও  ছুতে
নাহি  পাই
এ  ধরা
অধরা  ৷
তাঁর  এই
রূপ-রস-গন্ধে
মোরা
থাকি  আনন্দে
এ  ধরা
অধরা  ৷

ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ,ভারত
২০ই  মে,  ২০১৮