শ্রদ্ধেয় কবি ঃ কবীর হুমায়ূন
ছদ্মনামে ঃ কবি শতদল
শ্রদ্ধেয় কবি
আসরে রেখেছেন
প্রতিভার ছবি ৷
নাম তাঁর
কবীর হুমায়ূন
কবিতা লেখেন
দারুন দারুন ৷
অমায়িক বিচক্ষণ
কবিতায় ধ্যান জ্ঞান
তাঁর সর্বক্ষন ৷
একাধারে তিনি গীতিকার
আসরের নামী আবৃতিকার
সমালোচক বিশেষ
তাঁঁকে নিয়ে গর্বিত
বাঙালী ও বাংলাদেশ ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৫ই জুন , ২০১৮