ছদ্মনামে  ঃ  কবি  শতদল

তোমার  হাতের
লাল  গোলাপটা
আমাকে  দেবে  ?
দাও  না  অনুপম  ৷
আমার  ভীষন  পছন্দ
লাল  গোলাপ  ৷
আর  তোমাকে  ?
সে  কথা  বলে বোঝাতে
পারবো    না  ৷
তোমার  ঐ  কোমল  
হাতের  পরশ  পেতেই তো
চাইলাম    গোলাপটা  ৷
আমি  বীথি
জানো  না  অনুপম    
আজ  কোন  তিথি  ?
এত  তাড়াতাড়ি  ভুলে  গেলে  তুমি
গত  বছরও  তো
এই  দিনে  দিনে  দিয়েছিলে
আমার  বার্থডের  উপহার
এবার  কি  হলো  তোমার  ?


ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ, ভারত
       ২রা  অক্টোবর , ২০১৭