ছদ্মনামে  ঃ  কবি  শতদল

ছোট্ট  ছেলে  মহেশ
মার  হাতে  খায়
এক  বাটি  পায়েস  
পায়েস  খেয়ে
এলো  তার  আয়েস
এবার  মার  সাথে
যাবে  সে
রথ  দেখতে  মাহেশ
রথে  গিয়ে  
বদলে  গেল  তার
মুখ  চোখ
আর  ভয়েস  ৷
এটা ওটা
বায়না  করে
হয়  তার  
নানা  রকম  জিনিষের  চয়েস্  
মা  রথের  থেকে  কিনে  দিলো  
সুন্দর  একটা  ড্রেস  
খুশি  হয়ে  বল্ লো  মহেশ  
"  মা  বেশ  বেশ  !  "


ব্যারাকপুর ,  কোলকাতা  ,  পঃবঃ  ,  ভারত
          ৮ই  আগষ্ট ,  ২০১৭