রস খায় না রসিকলাল
ছদ্মনামে ঃ কবি শতদল
রস খায় না রসিকলাল
খায় শুধু বাঙলা মাল
দেখুন না কি হয়েছে
তার চেহারার হাল ৷
পথ চলতে চলতে
টোলতে টোলতে
হয়ে যায় সে মাতাল ৷
একটুতেই বেচারা বেসামাল
মাঝে মাঝে পড়ে যায়
হাত পা ছোড়ে যায়
আর পড়ে যায়
কোছড়ের চাল ডাল ৷
কখনো সখনো নিয়ে যায়
বাড়িতে বোতলে মাল
রাত নয় কাটবে সকাল ৷
অনেকেই আছে এ ভবে
মালের বোতলে ডুবে
আজ শুধু রসিক নয় রে বাবা
মাল খাওয়া ফ্যাশান
লোকেরা দেয় যে বাহবা ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
৯ই জুন,২০১৮