ছদ্মনামে ঃ কবি শতদল
আমার রাখাল রাজা
বাজায় বাঁশি
কোন মাঠে গো
আজি ৷
বিকেল বেলায়
গাই গোরুদের
ঘরে ফেরায়
বাজিয়ে তার
প্রানের বাঁশি ৷
ঘাস্ খেয়ে সব
গোরুগুলো
উড়ায় ওদের
পায়ের ধুলো
যায় যে বিকেল
আসছে দেখো সাঁঝি ৷
এবার পাড়ায় পাড়ায়
জ্বালবে দেখো সন্ধ্যা প্রদীপ
সব গাঁয়েরই মা ঝি ৷
ব্যারাকপুর,কোলকাতা, পঃ বঃ, ভারতঅ
১৩ ই জুন, ২০১৭