কাঁচা রাস্তায়,
পাথর খোয়া ভাঙ্গছে
"মজদুর "
খিলন চাচা, রামলাল, হরিলাল
আর হবিবুর ৷
একধারে কালো পিচ পোড়াচ্ছে
রামাইয়া আর মনসুর
ওদের গায়ে যে লাগছে
ভীষন কড়া রৌদ্দুর ৷
কালো ধোঁয়ার গন্ধে
মজদুরেরা কাজ করে চলেছে
যে যার মনের আনন্দে ৷
দিনের শেষে পাবে ওরা 'কটা টাকা '
এই কাজ করে তবেই
ওদের জীবনে বেঁচে থাকা ৷
রাস্তাটা যে কোলকাতা থেকে বোম্বে
একদিনে কাজ শেষ হতে লাগে
সকাল থেকে সন্ধে ৷
তারপর রাস্তার ওপর দিয়ে চলবে
দিন রাত কত যে গাড়ি
কত যে সয়ারী
সাইরেন বাজিয়ে যাবে যে মন্ত্রিমশাই
ছাগল গোরু ভেঁড়া নিয়ে
যাবে যে কত কসাই ৷
কত বাহাদুর কত যে সেনা
কত যে প্রহরী কত যে পুলিশ
গুলি বন্দুক নিয়ে করবে নিশানা ৷
কিন্তু হায়,
পাবে কি কেউ ওঁদের খুঁজে ?
যাদের রণক্লান্ত পরিশ্রমে
আজকের এই রাজপথ
ওরা যে হারিয়ে গেছে মানুষের মাঝে
নিয়েছে শেষ বিছানা
চুপটি করে চোখটি বুঁজে
হয়তো কেউ চলেছে এই রাস্তায়
ফুল আর খাটিয়া সাজে ৷