ছদ্মনামে  ঃ  কবি  শতদল

রেলগাড়ি
আমারা  তার
সয়ারী  ৷
ফেলে  এলাম
সারি  সারি
দুধারের
ঘরবাড়ি
আমরা  যাবো
ঘুম  পাহাড়ী
রেলে  করে
তাড়াতাড়ি  ৷


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ  ভারত
         ১৭ই  ফেব্রুয়ারী,  ২০১৮