আজও
বাঙালীর  ঘরে  ঘরে
কান  পাত্
শুনবি  তোরা
রবীন্দ্রনাথ  ৷
কি  গানে  !
কি  কবিতায়  !
সবেতেই  কবি
মানুষের  মন  মাতায়  ৷
পার  হলো  তাঁর
দেড়শো  বছর
কিন্তু   এখনও  কমে  যায়  নি
তাঁর  প্রতি   বাঙালীর
সুনজর  ৷
অমর  থাকবে  তাঁর  কবিতা
চির অমর  রইবে  তাঁর  গান
তিনি  যুগে  যুগে  
থাকবেন  মহান
থাকবেন  বাঙালীর  প্রানপুরুষ
বাঙালীর  প্রান  ৷