যাওয়ার বেলায়
কেন পিছু ডাকো
প্রিয়ে ?
আমি তো চলেছি
তোমার ভালোবাসা নিয়ে ৷
তুমি উজার করে দিয়েছো আমায়
তোমার সবটুকু ভালোবাসা
আবারও চমকে
দাঁড়ালাম থমকে
কিছুদূর এগিয়ে গিয়ে
যাওয়ার বেলায়
কেন পিছু ডাকো
প্রিয়ে ?
মায়ার বাঁধনে
আর বেঁধো না
পিছু ডেকো না
চলে তো যেতেই হবে
সব কিছু ছেড়ে দিয়ে
যাওয়ার বেলায়
কেন পিছু ডাকো
প্রিয়ে ?