ছদ্মনামে ঃ কবি শতদল
প্রেম নাকি
আচার
স্বাদে টক ঝাল মিষ্টি
তাই প্রেমে নেই
জাত বিচার ৷
যখন যাকে ভালো লাগে
করো ভাই
তার সাথে প্রেম ৷
হোক সে ম্যাথর মুচি
কিংবা চারাল ডোম
যতই বকুক ড্যাড্
আর মম্
তার সাথেই করবো আমি
গভীর প্রেম
আটকাবে না
আমার কোনো অভিরুচি
ভয় পাবো না
আসলেও যম ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
৫ই জুন, ২০১৭