আমার নেই রে ভাই
প্রেম সম্বন্ধে " ততটা সেন্স "
কি কি আছে প্রেমে
আর কি কি এর " ইনগ্রেডিয়েন্স " ?
কেউ বলে — প্রেম বড় ভালো
কখনও হয় সে হাল্কা
কখনও বেশ জোরালো ৷
কেউ কেউ বলেন—
প্রেমে তো আছে রোম্যান্স
তাই প্রেমেতে নেয় তারা চান্স ৷
কেউ বলে— নারে ভাই
আর নেব না চান্স
আমার যে হল —"বিটার এক্মপেরিয়েন্স"
কেউ বলে— প্রেমে আছে সেক্ম
কারো নাকি প্রেমে লাগে জ্বালা
প্রেম তখন পুড়তেই থাকে
কেক্ পেস্ট্রির মতো হতে থাকে বেক্ স ৷
অনেকের মতে প্রেম নাকি ঠুন কো পল্ কা
বেশী দিন টেকে না
প্রেম টিকিয়ে রাখার জন্য
জ্যোতিষিরা দেন শেকড় —বাকড়
তাবিজ আর টোট্ কা ৷