ছোঁয়াছুঁয়ি খেলার সময়
ছুঁয়েছিলাম তোকে
সাত আট বছরের মেয়েটি তখন তুই
খেলতিস্ আমার সাথে
নিত্য নতুন ফ্রকে ৷
খেলার ছলে জড়িয়ে ধরে
তুই রাখ্ তিস আমার হাতে হাত
তখন কেন বুঝি নি রে
তোর সাথে আমার এমনতর তফাৎ ?
আঠারো পেরিয়ে আমি
সবে হলাম এডাল্ট
গোঁফে রেখা দিল দেখা
কালো দাড়িতে ভরে দু গাল ৷
হয়েছিস্ তুই বেশ দেখতে
চেহারায় নাদুস নুদুস্
তাকাস্ এখন তুই লজ্জাসরম চোখে
পায়ে তোর ছম্ ছম্ বাজে নুপুর
দুকানে যে মানিয়েছে ঝুম্ কো
নাকছাবি তোর নাকে ৷
ষোলোতেই তুই সুইট সিক্ম টিন
দু গালে তোর পরে টোল
তোকে দেখে কেন আমি
হয়ে যাই পাগল ?
ফ্রক ছেড়ে তুই এখন পরিস্
নানা ডিজাইনের সালোয়ার কামিজ
বুকের ওপর জড়িয়ে ওড়না
তোর কাছে যে জানতে চাই
তুই কি আমার খেলার সাথী
সেই সুপর্না ?