তুই এত সুন্দরী হলি
কেন রে মেয়ে ?
দ্যাখ না দ্যাখ্ না
সবাই কেমন দেখছে
তোর দিকে ড্যাব ড্যাবে চেয়ে ৷
এখনই কেমন হ্যাংলার দল
তোকে লুকিয়ে দেখে
আর একটু বড় হলে তুই
ওরা কাছে ডাকবে তোকে ৷
ঐ সব ছেলে ছোকড়ারা
যারা গেছে বোখে
রোজ রোজ আড্ডা দেয়
মেন রাস্তার ধারের রকে ৷
ওরা করবে তোকে
টোন টিট্ কিরি কিংবা হাইহ্যালো
তুই যদি না শুনিস্ ওদের কথা
তবে তোকে নিয়ে ওরা
পাকাবে একটা গন্ডগোল ভালো ৷
মেয়ে তুই
চলবি ফিরবি
সাবধানে পা ফ্যাল্
সমাজটা বদলেছে রে
নয় তোর পক্ষ্যে আইডিয়াল ৷