পয়সা ও পয়সা
তুমিই জীবনের ভরসা
পয়সা ও পয়সা ৷
যদি তুমি না থাকো
মানুষের পাশে
তবে বেঁচে থাকা জীবনে
হবে শুধুই মিছে
পয়সা ও পয়সা
তুমিই জীবনের ভরসা ৷
তুমি থাকলে
আসবে বন্ধু স্বজন
কাছে ডাকলে
করবে সবাই ভুঁড়িভোজন
পয়সা ও পয়সা
তুমিই জীবনের ভরসা ৷
তুমি না থাকলে
কমবে যে সমাজে ওজন
কেউ আসবে না তখন
বন্ধু ও স্বজন
পয়সা ও পয়সা
তুমিই জীবনের ভরসা ৷৷