আমায় ডেকেছে শুভমিতা
জানি না, ও বলবে কি তা
আমি শুধু জানি
বলবে সে আমায়
অনেক কথা ৷
খানিক বাদে আমি চলে এলাম
চলে এলাম শুভমিতার বাড়ি
ওর পছন্দের জিনিসটা সঙ্গে নিলাম
ওর জন্য একটা ক্যাটবেরি ৷
কেমন আছো শুভমিতা ?
তুমি ভালো আছো তো ?
আমায় থো ডাকলে
এই নাও তোমার জিনিসটা ৷
বেশ একটা মিষ্টি আবেগ
আর মুখে চোখে বেশ উৎফুল্লতা
এবার ভাঙ্গলো নিরবতা ৷
থ্যাঙ্ক ইউ তোমাকে
থ্যাঙ্ক ইউ ডারলিং
তুমি নিয়ে এলে ক্যাটবেরি
তোমার আসতে এত দেরি ?
চলো ভেতর ঘরে চলো
চা, না কফি খাবে বলো ?
আছে কিন্তু কোল্ড ড্রিংস
ত্র্যান্ড সো মেনি ফিংস ৷
ওগো শুভমিতা , প্লিজ
আমার চাই না, ও সব চিজ
শুধু চাই, একটা জিনিস
তোমার দু ঠোঁটের লাভিং কিস ৷