ও বৃষ্টি তুমি
বন্যার জলে এসো না
কারো দুঃখের সময় হেসো না
বন্যা ভারী অহংকারী
গরীব দুঃখীর ভাসায় বাড়ী ৷
বৃষ্টি তুমি কল্যান কাজে লেগো
নতুন সৃষ্টির প্রেরনায় জাগো
বন্যায় ভেসে যায়
কত গরীবের বাড়ি
ক্ষতি হয় কত যে টাকা কড়ি ৷
বন্যার সময় কি যে হাহাকার
খাবার নাই আশ্রয় নাই
নাই কারো রোজগার
বৃষ্টি তুমি তো পরের উপকারী
তবে তুমি কেন ভেসে যাও
বন্যার সাথে তাড়া তাড়ি ৷
কেউ পায় না চিকিৎসা
কেউ দেয় না ভিক্ষা
সব দূর্দশা বন্যারই তরে
না খেতে পেয়ে মানুষ যে মরে৷
বৃষ্টি তুমি ছাপিয়ে যেও না নদীর কুল
মাঠে যে শস্য রয়েছে বিপুল
আসবে তুমি রয়ে শোয়ে
না হলে মরবে চাষী
বন্যায় ভয় পেয়ে ৷