জানতে ইচ্ছে করে
তোমার চোখে
আমায় তুমি কেমন দেখো ?
ভালো লাগে কি আমায়
তা বললে নাকো ৷
তোমার সরমের আঁখিতে
পেরেছো কি আমায়
তোমার মনে স্থান দিতে ?
যদি বলো আমায় তুমি
কেমন লেগেছে তোমায় ?
আমি নির্দ্ধিদায় বলতে পারি
"অসাধারণ" যাবো না
কোনো উপমায় ৷
আমার চোখে যখন
তোমায় দেখি
তাতে বুঝেছি,
তোমার ও চোখের চাহনি
হতে পারে না সেতো মেকি ৷