ও  রঙ  পিয়াসি
পলাশ  শিমূল
রাঙিয়ে  দিয়ে  যা
রাঙিয়ে  দিয়ে  যানা  তোরা  
রাঙিয়ে  দিয়ে  যা  ৷
বসন্তের  এই  ফাগুন দিনে
বসে  আছি  বাড়ির  কোনে
একা  একা  আনমনে
আমি  যে  এক  বেচারা  ৷
ঐ  দেখে  যা  মৌপিয়াসি
গাইছে  গীত  মিষ্টি  সুরে
ইমন  কল্যান  সুর  তুলেছে  আজি  ৷
আমি  যে  এক উদাস  মনের
এক  উদাসী
ও  রঙ  পিয়াসি  
পলাশ  শিমূল
রাঙিয়ে  দিয়ে  যা
রাঙিয়ে  দিয়ে  যানা  তোরা  
রাঙিয়ে  দিয়ে  যা  ৷



ব্যারাকপুর,  উঃ  ২৪_পরগনা,  পঃবঃ
     ১৪/৩/২০১৭