ওগো আঁধাররানী
নিশী যামিনী
তুমি এলে কার আশায় ?
সবাই তো চলে গেছে
যে যার আপন বাসায় ৷
আমি একা বসে আছি
জোনাকিদেরও আসতে বলেছি
ঝি ঝি পোকারাও চলে আসবে
নিশাচর পেঁচারাও ডাক ছাড়বে ৷
আজ উঠেছে যে পূর্ণশশী
তুমি ভাবছো কেন মিছি মিছি ?
রয়েছে আজ সুনির্মল আকাশ
গোপন থাকবে তোমার রূপের প্রকাশ ৷
মনের অন্তরালে থাকবে শুধু সে কথা
সজনী গো এখনি বৃষ্টি নামবে
আমায় তো চলে যেতে হবে ৷
আবার হবে তোমার সাথে দেখা
মেলে দিও তোমার বিজন রেখা
আহা মরি মরি
ওহে বিভাবরী
তুমি যে আঁধার রানী
তমসা সুন্দরী ৷