এক তাজ মহল
প্রেয়সীর কথা ভেবে গড়েছিল
সারা দুনিয়া জেনে গেল
তিনি শাহজাহান
আর মুমতাজ, তাঁর জাহান ৷
ফুরাবে না কোন দিন
তাঁর মনের ব্যথা
সারা বিশ্ব জানবে
ওঁদের প্রেম কথা ৷
গড়ে দিল সুন্দর মহল
তার নাম তাজ মহল
প্রেয়সীর কবরের উপর স্মৃতিসৌধ
এক উত্তম ভাস্কর্য
নিপুন হাতে গড়া
পৃথিবীর এক অত্যাশ্চর্য
সুখ্যাতি পেয়েছে বিশ্বজোড়া ৷
আগ্রায় যমুনা তীরে
লক্ষ্ লক্ষ দর্শনার্থীদের ভীড়ে
ভারতের ঐতিহ্যময় স্মৃতিসৌধ
সে যেন এক রূপকথা
বলবে আপনার সাথে কথা ৷