বেদনা মানে কি কেবলি যাতনা
নাকি নিভৃতে সুখেরই তাড়না ?
বেদনা সেতো দুঃখেরই নামান্তর
যার কিছু ভাবনা কাদায় অন্তর ৷
সুখ সুখ মানুষ ছুটে চলে
সুখ আসে যখন তার কপাল খোলে
আর যার বেদনা ভরে গেছে কপালে
তার বুক ভাসে চোখের জলে ৷
মিষ্টি ভাবনা যদি হয় সুখেরই কামনা
দুঃখের সাথে দেখা দেয় আনমনা ৷
জানি না সুখ পাখি ডাকে কোন ভাষাতে
আমি যে চেয়ে আছি সুখেরই আশাতে ৷
ও মেঘ বৃষ্টি বৃষ্টি যদি মেঘলা আকাশ
মিষ্টি মিষ্টি যদি লাগে মিঠে বাতাস
তাহলে ভাবতে থাকি সুখেরই ভাবনায়
বেদনা ফিরে চলে দুঃখেরই সিমানায় ৷
সুখ পাখি ঢিল ছোঁড়ে আমার জানালায়
মন যেন মেতে ওঠে ওঠে কিসেরই কামনায়
জানলা খুলে সুখকে ডাকি গোপনে
বেদনা এতক্ষনে বিদায় নিয়েছে কোন গগনে ৷