পাহাড় ডাকে আমায়
মন যেতে চায় রে চায়
হিম হিম হাওয়ায় শিহরণ জাগায়
আজ ধূপছায়ায় মন মেতে যায় ৷
ঐ দূরে বহু দূরে
সোনালী রোদ্দুরে
মেহগনি গাছের পাতায়
খুশ বাহারী ঝিলিক নাচায় ৷
জানি না আজ কিসের আমন্ত্রণ
করছে যে হৃদ স্পন্দন
আজ মন দোলে নব হিল্লোলে
এক অজানা চঞ্চলে ৷
ঐ দূর গগনে চাঁদ হাসে আপন মনে
মেঘ ভেসে যায় সংগোপনে
মন যে মাতোয়ারা পাহাড়ী ঝরনায়
মনে হয় সেজেছে আজ রূপসী রাজকন্যা
রূপালী ওড়নায় ৷
মনে হয় আলাপ করি আজ রাতে
মুখোমুখি দেখা হলে পাহাড়ের সাথে
পাহাড়ের রূপের নেশা
করছে আমায় আকর্ষণ
হাত বাড়িয়ে করবো যে আলিঙ্গন ৷