আমি নির্মম অত্যাচারী
আমি ধ্বংসের বাজি ধরি
মানতে নেই আমার নিরবতা
আমি ভেঙ্গে গুড়িয়ে দিই মানব সভ্যতা ৷
আমি উগ্রপন্থী করি নাশকতা
আমার ধ্বংসের পরিধি পায় ব্যাপকতা
বুলেটে আমার মরেছে কত নরনারী
বোমার আঘাতে ভেঙ্গেছি কত ঘরবাড়ি ৷
আমি চালাই ষ্টেটগান
আমি উড়াই রেলযান
করেছি কত প্লেন হাইজ্যাক
আমার অত্যাচারে থাকবে না
কোন কিছু ঠিকঠাক ৷
ধ্বংস করেই আমার বাঁচা
মারণ যুদ্ধই আমার পেশা
আমায় দিয়েছে গোলাবন্দুক হাতে
আর শিখিয়েছে ধ্বংসের পথে যেতে ৷
আমি রয়েছি প্রথম সারির খতমের লিষ্টে
আমাকে খুঁজে বেড়ায় মিড্ ল ইষ্ট
নয়তো বা সাউথ ইষ্টে
ধরতে পারলে আমার হবে ফাঁসি
আমার অত্যাচারের হাত থেকে বাঁচবে বিশ্ববাসী ৷
আমি জঘন্য আমি মানুষের কাছে ঘৃণ্য
জানেন আমার এ পথে আসা কাদের জন্য ?
আমি মুছে ফেলতে চাই বর্বরতা
আমার প্রাণে ফিরে আসুক মানবতা ৷
আমার বধুয়া রবে না আমার শিয়রে
যখন মরদেহ পৌঁছবে ঘরে
পিতা মাতা ছোঁবে না এ সন্তান
উগ্র শয়তানেরা দিল এ দেহ বলিদান ৷