আমি কখনও ভাবি
লিখবো কিছু লিখবো
আবার কখনও ভাবি
যদি তোমরা না বলো আমায়
তোমাদের কবি ৷
যদি আমার লেখায় না থাকে ছন্দ
তবে তো পাবে নাকো
আমার লেখা পড়ে আনন্দ
যদি না পাও কবিতার স্বাদ
তবে তো আমায় করে দেবে
কবিদের থেকে একেবারে বাদ ৷
আবার কখনও ভাবি
জুটবে তো আমার একজনও স্রোতা
শুনবে তো আমার কবিতা
শুরু থেকে পুরোটা ৷
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি রাতে
আবার ঘুম ভাঙ্গলো প্রাতে
আজ যে পঁচিশে বৈশাখ
পাড়ার কচি কাঁচারা আমায়
সন্ধেতে দিল ডাক ৷