যে মালাটা শুকিয়ে গেছে
তাকে তো ফেলে দেওয়া হবে
এমালায় জড়িয়ে আছে
এক গভীর ভালোবাসার ছায়া
আছে বিয়োগ ব্যথা আছে মায়া ৷
কত কষ্ট করে জন্মেছিল " ওরা "
মানে জুই রজনীরা
একটু একটু করে বেড়েছিল গাছ
পেয়েছিল বেঁচে থাকার আশ্বাস ৷
সেদিনও তো দিয়েছিল সুগন্ধ
মৌমাছিরাও মধু খেয়ে পেয়েছিল আনন্দ ৷
বাবুদের বাগানে ফুটেছিল আরও কত ফুল
সাদা গোলাপ জিনিয়া বকুল
হ্যাঁ, হ্যাঁ কালই শুনেছিল
জুই রজনীরা সে কথা
ওদের নাকি হবে এক সুতোয় গাঁথা
গর্বে ভরেছিল ওদের বুক
ওরা তো জানে না একথা
ওদের জীবনে লুকিয়ে আছে
কালোছায়া আর ভীষন দুখ্
শুকিয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেবে ৷