ভিক্টোরিয়ায় সেদিন
আমরা পাশাপাশি বসে
দুটি মন এক সাথে মিশে ৷
রেখেছিলাম তোমার বুকে মাথা
বলেছিলাম দুজনেই
দুজনের মনের কথা ৷
আমির হাতটি
তোমার হাতে রেখে
বলেছিলাম একটি কথা
আমাকে ছাড়া ভাববেনা তুমি
অন্য কাউকে দেবে না
বিয়ের কথা ৷
আজও ভুলতে পারি নি
তোমাকে মৌসুমী
তুমি তো রাখতে পারো নি
সেদিনের সে কথা ৷