যদি ভুলে নিজেকে
যে, নই আমি "মানুষ"
তাহলে তো বেড়িয়ে আসবে
"আমার পশুবৎ চেহারা "
বেড়িয়ে আসবে আমার প্রখর নখ
বেড়িয়ে আসবে আমার ধাঁরালো দাঁত
বেড়িয়ে আসবে হিংসা , ক্রোধ , লোভ
আমার হিংস্র হাত অন্যকে হানবে আঘাত ৷
যদি মনে করি নিজেকে
যে, " আমি মানুষ "
তাহলে তো বেড়িয়ে আসবে
আমার মানবী মায়াবী রূপ
বাড়িয়ে দেবো আমার ভালোবাসার
" এ দুটি হাত "
আমরা মনে রাখি না কখনই
এই দুই দৃষ্টিভঙ্গির তফাৎ ৷