আমি তোমার নয়নে
নয়ন রেখে
করেছি অঙ্গীকার
তোমাকেই ভালোবাসি ৷
তোমাকেই ভালোবাসি
একথা বলেছি তো বহুবার
তবে কেন মুখ ফিরায়ে আজি
আমার কোন কথাতে পেলে ব্যথা
কোন কথাতে হয়েছো অভিমানী
রেখো নাগো মুখ সরায়ে
বলো নাগো আমার সাথে কথা
তোমার গোপন মনের কোনে
আর রেখো না ব্যথা ৷