ঝিঝি পোকা
ঝিঝি পোকা
উড়িস্ তোরা
থোকা থোকা ৷
আমিও যে খুঁজে মরি
এ গাছে ও গাছে
তোদেরকে একা একা ৷
সন্ধেবেলায় আলো গেলে
চারদিকে আঁধার হলে
চলে আসিস্ তোরা
সব দলে দলে ৷
বল্ না ভাই কোন্ গাছে ?
থাকিস্ তোরা লাজে
ডাকিস্ যখন তোরা
কানে যে লাগে তালা ৷
আমিও যে খুঁজে মরি
তোদেরকে বোকার মতো
আলো আঁধারে
গাছেদের খাঁজে খাঁজে
এই ঘোর সন্ধে বেলা ৷