ও ওয়ো রে,
ফাগুন এলো এলোচুলে
দে রে সবাই
দুয়ার খুলে
ও ওয়ো রে
ফাগুন এলো এলোচুলে ৷
বন মহুয়ায় নাচবে এখন
ধিতাং ধিতাং মাদল তালে
রং বেরংয়ের পাখিরা সব
আসছে দেখো,
পলাশ শিমূল ডালে ডালে গো
ও ওয়ো রে
ফাগুন এলো এলোচুলে ৷
থোকায় থোকায় জোনাই জ্বলে
এই ভুবন তলে রে
বন পাহাড়ী রূপের মাঝে
ফাগুন এলো নতুন সাজে গো
ও ওয়ো রে
ফাগুন এলো এলো চুলে
দে রে সবাই দুয়ার খুলে ৷