শোন্ রে শোন্ ঝোড়ো হাওয়া
মিছে তোর বহা
তাকাস্ না যে তুই পিছন ফিরে
আমি যে বসে আছি ভগ্ন কুটিরে ৷
সামনে যা পাস্ দিস্ তুই উড়াই
তা দিয়ে তুই করিস্ বড়াই
একটু তুই পিছন ফিরে চাহ
দেখতে পাবি সবাই কেমন পাচ্ছে দূর্দশা ৷
ভাঙ্গলি তুই পাখির নীড়
কুল ভাঙ্গলি ভরা নদীর
আর ভাঙ্গলি গরীব দুঃখীর আশ্রয়
বানিয়েছিল ঘর
বিচালি আর খড়কুটায় ৷
তোর শাসনে পড়ছে গাছের ফল
তোর দাপটে মুচ্ছে চাষি চোখের জল
দেখ্ তোর যাওয়ার পথে
উড়ছে কত ধূলা
বলতে পারিস্ তুই ?
এ ভবে তোর এ কেমন খেলা ?
বইবি যদি বহ ধীর গতির
কুল ভাঙ্গিস্ না আর নদীর
পারলে তুই পিছন ফিরে চাহ
পশু পাখি নিঃ সম্বলাদের তুই বাঁচা ৷