ও দখিনা বাতাস
তোমার আসার জন্য দিনগুনি
আসছে যে নব ফাল্গুনী
আমের মুকুলের গন্ধে
মৌমাছিরা গাইবে যে ছন্দে ছন্দে ৷
কোন যাদুকরী মুহূর্তে
পলাশ গাইবে গান
ভ্রমরেরা উড়তে থাকবে
ঘুঙ্গুর নাচাবে কৃষ্ণচূড়া বৌঠান ৷
গাইতে আসবে শিমুল বোন
তার সাথে নাচবে যে মহুয়া
নয়নতারা নয়ন মেলে
দেখবে কেবল চাহিয়া চাহিয়া ৷
ও দখিনা বাতাস
তোমার জন্য পথ চাহিয়া
আর যে তর সহে না
তোমার আশায় আমিও যে
রহিয়াছি বসিয়া
তুমিও এসে গান ধরো না ৷
গান ধরো তোমার সুরে
মিঠে হাওয়া সোনালী রোদ্দুরে
আমার গহণ মনে বাজবে সানাই
ফাগুনের আগুনে জ্বলবে রোশনাই ৷