ঠাকুর ঘরে কে
কলা খাই নাই রে
দ্যাখ্ দিদি তুই দ্যাখ্
আছে কলা ভরা ব্যাগ
ঠাকুর ঘরে কে
কলা খাই নাই রে ৷
মারে বলিস্ নারে তুই
দে দিদি তোর পা দুটো রে ছুঁই
মা শুনলে বকবে আমারে
বলবে থাক্ তুই দুকান ধরে
ঠাকুর ঘরে কে
কলা খাই নাই রে ৷
মা বকিলে পাইবো মনে ব্যথা
তোর ব্যাপারে বলবো না কোন কথা
সেদিন রূদ্রদারে দিয়েছিলি যে চিঠিটা
আর বলেছিলি মোবাইলে কত কথা
ঠাকুর ঘরে কে
কলা খাই নাই রে ৷
তোর ব্যাপারে যদি শুধায় মা
রোজ সন্ধায় রুবি কোথায় যায় রে
আমি কইমু শিখার কাছে যায়
তার সাথে দুই তিনটা ফুচকা ভাজা খায়
ঠাকুর ঘরে কে
কলা খাই নাই রে ৷