চল্ চলরে ভাই চল্
মাঠে চল্
আজ আসমান থিকা পড়ছে
দেখো সুখের জল
চল্ চলরে ভাই চল্
মাঠে চল্
আজ আসমান থিকা পড়ছে
দেখো সুখের জল ৷
আন্ আনরে সবাই আন্
গোরু ছাগল সঙ্গে আন্
আন্ আনরে সবাই আন্
গোরু ছাগল সঙ্গে আন্
আর সঙ্গে নিবি
কয়েক খিলি দোক্তা পান ৷
চল্ চলরে ভাই চল্
মাঠে চল্
আজ আসমান থিকা পড়ছে
দেখো সুখের জল
আজ এক সাথে গাইতে হবে গান
আজ রুইবো মোরা নতুন ধান ৷
বুনতে হবে ধানের সারি
একটা লাইন ছাড়ি ছাড়ি
বুনতে হবে ধানের সারি
চল্ চলরে ভাই চল্
মাঠে চল্
আজ আসমান থিকা পড়ছে
দেখো সুখের জল ৷