হে ঈশ্বর,
জীবনের সাথে তুমি জুড়েছো
আমাদের সকলের প্রাণ
মৃত্যুর সাথে রেখেছো
সেই প্রানেরই অবসান ৷
জীবনের আগমন এই ধরায়
সে তো আনন্দ মধুরতাময়
তবে কেন রেখেছো গভীর ব্যথা
বিষাদের সুর সেই জীবন বিদায়ের বেলায় ?
এই জীবন সমরে
রয়েছে কেবল প্রধান খবর
বাঁচাও সবাই জীবন
কিন্তু রবেনা কেউ অমর ৷