আজ এই আলো আঁধারে
সাগরের বেলোয়ারী ঝড়ে
করছে ঢেউ তোলপাড়
মাঝি তুমি তরি নিয়ে
একা যেও না আর ৷
দেখছো তো প্রলয় নাচন
মানবে না আজ কারো শাসন
উথালি পাথালি সব জলরাশি
ঊর্ধ্ব গগনে কালো মেঘ যায় ভাসি ৷
এই তল্লাটে কারো সাড়া মিলবে না
নিস্তার নাই গো নিস্তার নাই
তুমি বেড়িয়ো আজ
ওগো মাঝি ভাই ৷
মাঝ দরিয়ায় উঠেছে তুফান
সোঁ সোঁ করে পড়ছে বরিষণ
কি জানি এ কিসের ঈঙ্গিত ?
সাগরের সাথে ঝড়ো বাতাসের
চলছে সঙ্গীত ৷