ভালোবাসা
সে তো লজ্জাবতী লতা
তাকে ধরতে গেলে
গুটিয়ে ফেলে তার মাথা ৷
ভালোবাসা
সে তো গুল বাগিচার গোলাপ
তাকে ধরতে গেলেই
ফুটিয়ে দেবে হাতে কাঁটা ৷
ভালোবাসা
সে তো গভীর জলের মাছ
তাকে জালে ভরতে গেলেই
ওঠে নাভিশ্বাস ৷
ভালোবাসা
সে তো দর্জাল গিন্নীর কন্যা
তাকে ভালোবাসতে গেলে
মুখে মারবে ঝাঁটা ৷