তোমাকে ডেকেছিলাম খুব আসতে
তোমাকে চেয়েছিলাম ভালোবাসতে
পাশের বাড়ির বৌদির বাড়িতে
তুমি যখন রোজ আসতে ৷
যখন বৌদির সাথে তোমার
চলতো কথোপকথন
আমি না বলে ঢুকে পরতাম
আমার মতোন
আমি থাকতাম তোমার দিকে তাকিয়ে
তুমি দেখতে আমায়
আড়চোখ বাঁকিয়ে ৷
জেনেছিলাম নামটি তোমার নিরুপমা
তখনও তোমার আমার হয়নি কথা
বৌদি বলেছিলেন আলাপ করিয়ে দেবেন
রয়েছে তোমায় বলার আমার
অনেক কথা জমা ৷
আশায় আশায় বুক বেঁধেছি আমি
তোমায় বলবো
আমার মনের কথা
সেদিন বৌদির মুখে কথাটি শুনে
পেলাম ভীষন মনে ব্যথা
"নিরুপমার বিয়ে " ৷