আমায় ডাকে
ঐ সবুজ বন
বলে,"আয় শোন,আয় শোন"
এখন তোরা হয়েছিস্ শহুরে
ভুলে গেছিস্ সে কথাটা
একদিন তো বন্য ছিলি বাপুরে ৷
ছিলিরে বনের ভিতর
লম্বা দাড়ি লম্বা চুলে
সে কথাও কি গেছিস্ ভুলে
পেশায় মনে ছিলি বর্বর ইতর
ছিল বড় বজ নখ
আর গায়ে লম্বা লোমে
দল বেঁধে ঘুড়ে বেড়াতিস্ তোরা
হাতে কুঠার আর বল্লমে ৷
মিলতো দেখা বাঘ ভালুকে
শিকার করতিস্ তীর ধনুকে
খেতিস্ রে বনের ফল মূল
এখন তো বদলে গেছিস্ আমূল ৷