সূর্য্যমুখী,  
তুই  কি  সত্যিই   সুখী  ?  
আমরা  তো  ভাবি  তোর  কথা  
সূর্য্যের  দিকে  তাকিয়ে  থাকিস্  
তুই  দেখি  সর্বদা  ৷  
আমরা  তো  পারি না  ভাই  
সূর্য্যের  দিকে  সর্বদা  তাকাই  
তোর  কেন  লাগেনা  ?  
চোখে  ধাঁধা  
তোর  চোখ  কি  তাহলে  
অন্য  ফ্রেমে  বাঁধা  ?  
তাহলে  আমরা  দুখী  
বল্  সূর্য্যমুখী  
তুই  তো  দুখী  নস  
কারণ,  তুই  যে  সূর্য্যমুখী  ৷