আমি একটা মোমবাতি
করি আমি মানুষের গতি
যখন নেমে আসে অন্ধকার
তখন আমাকে হয় দরকার ৷
যখন চলে লোডসেডিং এর পালা
সবাই বলে মোমবাতিটা জ্বালা
দিল সটাং করে আমার মুখে দেশলাই কাঠি
আমি তখন পট্ পট্ করে জ্বলে উঠি ৷
মুহূর্তে ছড়িয়ে দিই আমার আলো
গৃহস্থের বাড়ি থেকে নেয় বিদায় আঁধার কালো
তারপর শুরু হয় সমস্ত কাজকর্ম
লেখাপড়া থেকে ধর্মকর্ম ৷
আমাকে যে মাঝে নিভে যেতে হয়
যখন ঘরের মধ্যে হাওয়া বয়
তখন বলে আর একটা কাঠি জ্বালা
এইভাবে মুখটা আমার হয় কালা ৷