নির্জনে বিজনে
সেদিন আমরা দুজন
হচ্ছিল আমাদের খানিক কথা
আমার সঙ্গী ছিল লতা
আর আমি সুজন ৷
আসছিল জোনাকিরা মাঝে মাঝে
আমাদের দুজনের কথার ভাজে
একটু আগেই নামলো সন্ধ্যা
ঘড়িতে তখন সাতটা বাজে ৷
আমার উপর রেগে আছে
বেশ লতা
বলছে না সে আমার সাথে
একটাও কথা
আমি ওকে বোঝাতে চেষ্টা করি
"শোনো লতা শোনো ,
আমি তোমায় মিথ্যা বলছি না কোনো"
হঠাৎ আমার গালে পরলো চড়
আমি চমকে গেলাম থমকে
"তোমায় না তোমায় না,
রেগেছি মশার উপর " ৷
লতা বল্ লো, "দেখো,রক্তে
ভরে গেছে তোমার গাল "৷
এর পর মুছে দিল সে
আমার গাল
ছিল লতার কাছে একটা রুমাল
এবার দেখি ঘড়ি, রাত হয়েছে
পালাই তাড়াতাড়ি ৷