ভালোবাসা  
তুমি  কেমন  গো  ?  
তোমাকে  কাছে  পেতে  
পাগলের  মতো  ছুটি  
আবার  কখনো  পিঁছু  হাটি  ৷  
সাহস  হয়  না  গো  
যদি  তুমি  আমাকে  ফিরিয়ে  দাও  
তোমার  মন    থেকে  আমাকে  
তুমি  একদমই  না  চাও  ?  
তাহলে  কেমন  করে  
এ মন  করবে  আশা  
ওগো  দুর্লোভ  তুমি  
"ভালোবাসা"  ৷  
তোমাকে  পেতে  খুঁজে  মরি  
দেশ  প্রান্তর  ওলি  গলি  
তবুও  ধরতে  পারি  না  
চেয়ে  থাকে  শুধু  
ঐ  নারী  পুরুষের  চোখগুলি  ৷